free tracking

নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন তারেক রহমান!

দীর্ঘদিন ধরে চলে আসা মতবিরোধের পর গণঅধিকার পরিষদের নুরুল হক নুরু ও তারেক রহমানের পথ এখন আলাদা। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল ‘আমজনতার দল’-এর নাম ঘোষণা করেছেন তারেক রহমান।

যদিও দলটির পূর্ণাঙ্গ কমিটি এখনও গঠন করা হয়নি, তবে দলের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে তারেক রহমান গণঅধিকার পরিষদ থেকে পৃথক হয়ে নতুন রাজনৈতিক যাত্রার সূচনা করলেন।

দলটির ঘোষণার পর রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই ধারণা করছেন, নতুন দলটির লক্ষ্য ও কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নুরুল হক নুরু ও তারেক রহমানের মধ্যকার মতপার্থক্য বহুদিন ধরে আলোচিত ছিল। নতুন দল গঠনের মাধ্যমে তাদের দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *