free tracking

পরিচয় পাওয়া গেলো সুবাকে নিয়ে পালিয়ে যাওয়া সেই তরুণের!

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় আসা ১১ বছরের শিক্ষার্থী আরাবি ইসলাম সুবা রোববার (২ ফেব্রুয়ারি) মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হয়। মেয়ের হঠাৎ নিখোঁজে বাবা-মা ভেঙে পড়েন, আর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সন্ধান চেয়ে ছড়িয়ে পড়ে পোস্ট। অবশেষে, দুই দিন পর মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নওগাঁ থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ঢাকায় নিখোঁজের ঘটনায় তথ্য পেয়ে নওগাঁর মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। কথিত প্রেমিক মুমিনের বাসা থেকে সুবাকে উদ্ধার করা হয়। এ সময় মুমিনকেও আটক করা হয় এবং তাদের র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

উদ্ধারের পর সুবা গণমাধ্যমকে জানায়, মুমিনের সঙ্গে তার পরিচয় হয়েছিল টিকটকের মাধ্যমে, যা দুই বছর ধরে চলছিল। পরিবারের পরিবেশ তার ভালো না লাগায় প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় বলে জানায় সে।

সুবার বাবা ইমরান রাজিব জানান, তার মেয়ে বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় ফুফুর বাড়িতে থাকছে তারা। রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হলে অল্প সময়ের মধ্যেই সে নিখোঁজ হয়।

ঘটনাটি অভিভাবকদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করছে, যেখানে শিশুদের অনলাইন কর্মকাণ্ডের প্রতি আরও মনোযোগী হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *