free tracking

চিন্ময় কৃষ্ণের জামিন নাকচ হাইকোর্টের!

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।

তবে এই মামলায় চিন্ময়কে কেন জামিন দেওয়া হবে না, তা দুই সপ্তাহের মধ্যে জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

আজ মঙ্গলবার চিন্ময়ের জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

চিন্ময় কৃষ্ণের প্রধান আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, ‘হাইকোর্টের এই আদেশের পর চিন্ময় কারাগার থেকে মুক্তি পাবেন না।’

শুনানির সময় জামিন আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া, মোহাম্মদ আরশাদুর রউফ ও অনিক আর হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *