free tracking

৫ই আগস্ট বাংলাদেশের রাস্তায় সব জঙ্গীরা ছিল! যা জানালেন সাবেক বিচারপতি

গণঅভ্যুত্থানকে বৈধতা না দেওয়ায় এখনো ভারতের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সাবেক বিচারপতি আব্দুর রহমান।

তিনি বলেন, “৫ই আগস্টের জুলাই বিপ্লবের কোনো লিগ্যাল ডকুমেন্ট এখনো প্রস্তুত হয়নি। এ সুযোগ নিয়ে ভারত নতুন ন্যারেটিভ দাঁড় করিয়েছে যে, বাংলাদেশ এখন একটি জঙ্গি রাষ্ট্র। তারা দাবি করছে, ওইদিন বাংলাদেশের রাস্তায় জঙ্গিদের আনাগোনা ছিল এবং তারাই এখন দেশ চালাচ্ছে।”

তিনি আরো বলেন, গণপরিষদ গঠন না করেই যদি নির্বাচন দেওয়া হয়, তাহলে সেটি বৈধতা পাবে না।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সূত্র : https://youtu.be/Xi0HbLMj_4w?si=q4pUl-tPU4cCr8er

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *