দলের সদস্যদের আরও সাবধান হওয়া আহ্বান জানিয়ে খালেদা জিয়া প্রসঙ্গে কথা বললেন রাজনীতিবিদ মির্জা আব্বাস।
সম্প্রতি এক গণমাধ্যমের সামনে মির্জা আব্বাস বক্তব্য রাখেন। যেখানে খালেদা জিয়া প্রসঙ্গে বিভিন্ন কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার ঘরের ভিতরে আটক করে রাখা হয়েছিল। আমরা তাকে রক্ষা করতে পারিনি। আমরা আমাদের ব্যর্থতার পরিচয় দিয়েছি।
এ বিষয়টি নিয়ে আরো বলেন, ইতিহাসের সেই দিনে দেশ অচল করে দেওয়ার কথা ছিল আমাদের। কিন্তু আমরা পারিনি।
এছাড়াও তিনি বলেন, এইখানে আমারও কিছু ভুল আছে। দেশনেত্রী খালেদা জিয়াকে যে কেউ ঘরে আটকে রাখবে, তাকে গ্রেফতার করতে পারে এটাই আমার মাথায় আসে নাই।
Leave a Reply