free tracking

জুলকারনাইনের সাথে নিজের দ্ব’ন্দ্ব নিয়ে যা বললেন ইলিয়াস!

আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসাইন তার একটি ফেসবুক পোস্টে বলেন, জুলকারনাইন সায়ের খান সামি ভাইয়ের সাথে কাদিন আগে আমার ব্যক্তিগত দ্ব’ন্দ্ব চ’রমে পৌঁছেছিলো৷ পিনাকী দা’র মধ্যস্থতায় দেশের স্বার্থে আমরা আবারও এক হই৷ কিন্তু সম্প্রতি তাদের দুজনের মধ্যে বাকযু’দ্ধ শুরু হয়েছে৷ আমাদের মধ্যে অনেক কিছু মিলবে না সবার আলাদা আলাদা পছন্দ থাকতে পারে সেটা যেন ব্যক্তি আ’ক্রমন পর্যন্ত না পৌঁছায় এটাই অনুরোধ থাকলো৷ ওনাদের দুজনেই মাঝেমধ্যে আমার অপছন্দের ব্যক্তিকে প্রমোট করে আবার আমিও অনেক সময় ওনাদের পছন্দের মানুষের বি’রুদ্ধে কথা বলি৷

তিনি আরো বলেন, যেমন পিনাকী দাদা ইকবাল করিম ভুঁইয়ার পক্ষে আবার আমি বিপক্ষে, এটা থাকবেই৷ দেশের স্বার্থে চলুন ব্যক্তিগত সমস্যা ভুলে যাই কারন আপনারা দুজনেই অনলাইনে গুরুত্বপূর্ণ ব্যক্তি৷ মতপার্থক্য থাকবেই কিন্তু ব্যক্তি স্বার্থের জন্যে কখনও দেশের বিরুদ্ধে কিছু করবেন না বলে বিশ্বাস করি৷ চলুন ছোটখাটো সমস্যা ভুলে যাই৷ আমরা ভারত আর আওয়ামিলীগের প্রশ্নে এক থাকলেই চলবে৷ আমরা যারা ইউরোপ-আমেরিকা আছি আমরা সবাই আল্লাহর রহমতে মোটামুটি আর্থিকভাবে স্বচ্ছল আশা করি অর্থের কাছে কেউ বিক্রি হবো না, এদেশের মানুষের আমাদের কাছে অনেক প্রত্যাশা৷ ইনশাআল্লাহ্ মৃ’ত্যু পর্যন্ত তাদের বিশ্বাসের মর্যাদা যেন রাখতে পারি৷

সূত্র: https://www.facebook.com/share/p/1DtHDHYTry/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *