free tracking

তনির এত ক্ষ্যাপার কী আছে!

বিইউটি থেরাপিস্ট নাহিদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে উদ্যোক্তা তনীকে নিয়ে বলেছেন, বারিশা হকের এক স্ট‍্যাটাসে তনীর এতো ক্ষ‍্যাপার কি আছে বুঝলাম না? তনী আপনি যদি সত্যিই রেষ্টুরেন্টের মালিক হন, তাহলে আপনাকে কে কি বলল তা নিয়ে আপনি এতো রিআ‍্যক্ট কেনো করছেন? এতো রাগেরই বা কি আছে? আপনার রেষ্টুরেন্ট থাকলে সেটা একসময় না একসময় সবার সামনে আসবেই। কে কি বলল তা নিয়ে এতো রাগান্বিত হবার তো কিছু দেখছি না।

প্রসঙ্গত বলি, আমাকে অনেকেই বলে, আ‍্যহ্ এ বলে লন্ডন থাকে, এর বলে বৃটিশ পাসপোর্ট আছে? কই কখনো তো নিজের পাসপোর্টখানা বের করে প্রমান করতে যাইনা যে, আসলেই আমি একজন বৃটিশ সিটিজেন! কারন আমি কি তা আমি জানি, আমার আশেপাশের লোক জানে, আমাকে সেটা ঢাকঢোল পিটিয়ে প্রমান কেনো করতে হবে?

সূত্রঃ https://www.facebook.com/share/1FUSq8vw5F/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *