free tracking

কাবা’র আদলে ঘর নির্মাণ! ভেঙ্গে দিলো জনতা!

ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কর্ণফুলি চা বাগান সংলগ্ন আশ্রয়ন প্রকল্প এলাকায় কা’বা ঘরের আদলে ঘর নির্মাণ করেছে আয়েশা বেগম নামের এক নারী৷ মূলত ভন্ডামী আর প্রতারণার উদ্দেশ্যেই কয়েকজন ব্যক্তির নেপথ্য সহযোগিতায় কাবা সাদৃশ এমন ঘর নির্মাণ করেছে বলে দাবী স্থানীয়দের।

খবর পেয়ে শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও স্থানীয় জনতা ঘরটি গুঁড়িয়ে দিয়েছে। পরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত আয়েশা আক্নাতার(৫১) নামে এক নারীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

কাবা সাদৃশ এমন ঘর নির্মাণে বাঁধা দিলে কয়েককজন ব্যক্তি স্থানীয়দের মারধরের হুমকী দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, ‘ভন্ডামীর উদ্দেশ্যে পবিত্র কাবা ঘরের আদলে স্থাপনা নির্মাণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত এক নারীকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *