নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, “বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে এবং আমরা এটি ধরে রাখতে চাই। গণঅভ্যুত্থানের সময় তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল, আশা করি ভবিষ্যতেও তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে।”
শনিবার (২২ মার্চ) রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরামের ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন সারজিস আলম।
তিনি আরও বলেন, “সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা যদি কোনো বিষয়ে প্রশ্ন করি, তা হবে যৌক্তিক আলোচনা ও সমালোচনার ভিত্তিতে।”
মব জাস্টিস প্রসঙ্গে সারজিস বলেন, “মব জাস্টিস কখনো কাম্য নয়। এটা ন্যায়বিচারের দিকে নিয়ে যেতে পারে না। মব জাস্টিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে।”
এছাড়া, তিনি উল্লেখ করেন যে, “অভ্যুত্থানের পক্ষের শক্তির সঙ্গে কখনো মুখোমুখি দাঁড়াবো না।”
Leave a Reply