free tracking

টাইব্রেকারে ৪-২ গোলে হারায় ব্রাজিলকে নিয়ে যা বললেন মেসি!

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য অবস্থায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলো উরুগুয়ে। এতে শেষ আটেই বিদায় নিতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

প্রথম টাইব্রেকার নিতে আসেন ফেদে ভালভার্দে। কোনো ভুল করেননি তিনি। বামপ্রান্তে ঝাঁপ দিয়েছিলেন অ্যালিসন বেকারও। কিন্তু বলের নাগাল পাননি। ব্রাজিল প্রথম শটটাই মিস করে, এডার মিলিতাওয়ের শট ফিরিয়ে দেন উরুগুয়ে গোলরক্ষক সার্জিও রকেট। উরুগুয়ে দ্বিতীয় শটেও সফল হয়। আন্দ্রেস পেরেইরা ব্রাজিলের আশা বাঁচিয়ে রাখেন দ্বিতীয় শট নিতে এসে।

তৃতীয় শটেও গোল পায় উরুগুয়ে, ব্রাজিল আবার মিস করে। ফলে অনেকটা ছিটকেই যায় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু অ্যালিসন উরুগুয়ের চতুর্থ শট ফিরিয়ে ব্রাজিলের আশা বাঁচিয়ে রাখেন। গ্যাব্রিয়েল মার্টিনেল্লিও হতাশ করেননি। কিন্তু পঞ্চম শট নিয়েই ম্যাচের ফল নির্ধারণ করে দেয় উরুগুয়ে। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় ব্রাজিল।

ব্রাজিল আর কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুট আউট হারা নতুন কোনো ঘটনা না। শেষ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেনাল্টিতে হেরে বাদ পড়েছিল ব্রাজিল, আজও উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টারে পেনাল্টি শুট আউটে হারল ব্রাজিল।

ব্রাজিলের খেলোয়াড়দের বর্তমানে পেনাল্টি শুট আউটে গিয়ে যে নার্ভাস ব্রেকডাউন হয়, এটা খুবই হতাশাজনক। ব্রাজিলের টাইব্রেকার নিয়ে বলতে গিয়ে মেসি জানান, “প্রথমেই অভিনন্দন উরুগুয়ে দলকে। ব্রাজিল খুবই ভাল খেলেছে কিন্তু দুর্ভাগ্য তারা সফল হতে পারেনি যদিও তাদের অনেক গুরুত্বপূর্ন প্লেয়ার ছিল না। বার বার টাইব্রেকারে হেরে যাওয়া হতাশজনক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *