অসহযোগ আন্দোলন নস্যাৎ করতে সরকারের কোনো পরিকল্পনা নেই বেল জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (৩ আগস্ট) রাতে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অসহযোগ আন্দোলন আমরা নস্যাৎ করতে চাই না। জনগণ যদি আন্দোলন চায়, করতে পারবে। তবে কেউ মার দিতে চাইলে কেউ বসে থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আত্মরক্ষার আইনগত অধিকার দেয়া হয়েছে।
আসাদুজ্জামান খান বলেন, আন্দোলনকারীরা কোটা আন্দোলনে নেই, তারা আর শিক্ষার্থীদের আন্দোলনের নেই। রাজনৈতিক আন্দোলনে চলে গেছেন তারা।
মার দিতে এলে পুলিশরা বসে থাকবে না জানিয়ে তিনি আরও বলেন, পুলিশদেরকেও জীবন রক্ষার অধিকার দেয়া হয়েছে। কেউ মারতে আসলে তাদেরও নিজেদেরকে রক্ষা করতে হবে।
আন্দোলনের সময় কিশোরদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল, এই কারণে কারো কারো মৃত্যু হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Leave a Reply