নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমার ওপর আপনারা আস্থা রেখেছেন। ছাত্ররা আমাকে চেয়েছেন। আমি তাদের ডাকে সাড়া দিয়েছি। আমার ওপর আস্থা রাখলে কথা দিতে হবে, কারও ওপর হামলা করা যাবে না।
বৃহস্পতিবার দুপুরে ফ্রান্স থেকে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন তিনি।
শুরুতে দেশকে নতুনভাবে স্বাধীন করার নেতৃত্ব যারা দিয়েছেন, তাদের সবাইকে স্বাগত জানান ড. মুহাম্মদ ইউনূস। এ সময় যারা এই স্বাধীনতার জন্য মারা গিয়েছেন তাদেরকে স্মরণ করেন তিনি।
শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূস বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তাদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, তরুণরা এ দেশকে রক্ষা করেছে, পুনর্জন্ম দিয়েছে। আমরা এগিয়ে যেতে চাই। এরা এ দেশকে রক্ষা করেছে। এ স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। এ স্বাধীনতার সুফল আমাদের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের সবাইকে দেশের এ স্বাধীনতা রক্ষা করতে হবে। আমাদের সরকারকে জনগণের আস্থায় নিতে হবে।
এ সময় নৈরাজ্য ও বিশৃঙ্খলাকে ‘সবচেয়ে বড় শত্রু’ হিসেবে উল্লেখ করেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার জন্য গতকাল বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন ড. মুহাম্মদ ইউনূস। দুপুর ২টা ১০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
Leave a Reply