বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঘরের মেয়ে শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ বাক্য পাঠ করান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াছ হোসেন সর্দার।
এ সময় নেতারা বলেন, ‘আমি শপথ করছি যে, যতদিন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে না আনবো ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না।’
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌর মেয়র তোজাম্মেল হক টুটুল প্রমুখ।
এর আগে দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ। পরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা স্থানীয় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply