অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। দায়িত্ব নেয়ার পর প্রথমেই আন্দোলনের সময় ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’র বিষয়টি তদন্ত করা হবে বলে জানান তিনি।
শনিবার (১০ আগস্ট) একটি গণমাধ্যমকে এ তথ্য জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, আমাদের আন্দোলন আটকানোর জন্য সারাদেশে ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেয়া হয়েছিল। অথচ সেই মন্ত্রণালয়ের দায়িত্ব আমার কাছে এসেছে। প্রথমেই আমি ইন্টারনেট ব্ল্যাকআউটের বিষয়টি তদন্ত করব।
এ ছাড়া অন্যের কথা আড়ি পেতে শোনা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট; এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব বলেও জানান এই উপদেষ্টা।
নাহিদ ইসলাম বলেন, আন্দোলন করতে গিয়ে যেসব ভাই শহীদ ও আহত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার বিষয়ে ভাবা হচ্ছে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এ সময় সরকারের ১৩ উপদেষ্টাও শপথ নিয়েছেন। ঢাকার বাইরে থাকায় ফারুক-ই আজম, সুপ্রদিপ চাকমা ও বিধান রঞ্জন রায় শপথ নিতে পারেননি।
Leave a Reply