৭০ বছর পর ফ্রান্সের মাটিতে জিতেছে আজ্জুরি। লে ব্লুদের হারিয়েছে ৩-১ গোলে। ইসরায়েলের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে বেলজিয়াম। ১-১ গোলে ড্র স্লোভেনিয়া-অস্ট্রিয়া ম্যাচ। আর গোলশূণ্য ড্র করেছে ওয়েলস-তুর্কিয়ে।
ইতালি ফুটবলারদের চোখে মুখে তৃপ্তি। বিপরীতে হতাশ স্বাগতিক ফ্রান্স। পরাজয়ে শুরু লে ব্লুদের নেশনস লিগ শুরুর রাতে ইতিহাস গড়ছে লুসিয়ানো স্পালেত্তির আজ্জুরি। দীর্ঘ ৭০ বছর পর ফরাসিদের মাঠে তুলে নিয়েছে প্রথম জয়।
দীর্ঘ ১৬ বছর পর কম্পিটেটিভ ম্যাচে মুখোমুখি হয়েছিলো দু’দল। মাত্র ১২ সেকেন্ডে ব্র্যাডলি বার্কোলার গোলে জেগে ওঠে প্যারিসের পার্ক দা প্রাঁ। এটি ফ্রান্সের হয়ে যেমন দ্রুততম, তেমনি সবচয়ে কম সময়ে ইতালির গোল কনসিড করারও রেকর্ড।
শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে সময় লাগলেও, ছেড়ে কথা বলেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধেই অতিথিদের সমতায় ফেরান ফেদেরিকো দি মার্কো।
বিরতির পর আরও কোনঠাসা ফ্রান্স। ইতালিকে এগিয়ে দেন দেভিদে ফ্রাত্তেসি। এমবাপ্পে-গ্রিজম্যানদের ব্যর্থতার রাতে ৫ পরিবর্তন এনেও সফলতার মুখ দেখননি দিদিয়ের দেশম। উল্টোদিকে সফল স্পালেত্তি। তার আস্থার প্রতিদান দেন বদলি তরুণ অ্যাটাকার জিয়াকোমো রাসপাদোরি।
২০০৮ সালের পর এই প্রথম ফ্রান্সের বিপক্ষে জয় পেলো ইতালি। মাঝে তিন ম্যাচের দেখায় সবগুলোতেই হেরেছিল আজ্জুরিরা। আর ফ্রান্সের মাঠে স্বাগতিকদের বিপক্ষে ইতালি জিতল ৭০ বছর পর, সবশেষ জিতেছিল ১৯৫৪ সালে, প্রীতি ম্যাচে একই ব্যবধানে।
২০২২ বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম কোনো ম্যাচে তিন গোল হজম করল ফ্রান্স। নেশনস লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযানের শুরুটা ভীষণ বাজে হলো ২০২০-২১ আসরের চ্যাম্পিয়নদের।
Leave a Reply