পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে আইসিসি থেকে বড় সুসংবাদ পেল বাংলাদেশ!

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় দিয়েই শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারিয়ে মিশন শুরু করেছিল টাইগাররা। ওই ম্যাচ দিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও নেতৃত্ব শুরু হয়েছিল। তবে এতদিন সেই একটাই সুখস্মৃতি ছিল বাংলাদেশের সামনে।

এরপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আরও তিনটি ম্যাচ খেলে শান্তর দল। তবে সবগুলোতে জয়হীন ছিল টাইগাররা। অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। তাও পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে।

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারায় বাংলাদেশ। এ জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় লাফ দিয়েছে টাইগাররা। দুই ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ছয়ে। পাকিস্তান সিরিজের আগে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা ছিল একেবারেই তলানির দিকে। আটে থাকা বাংলাদেশের নিচে ছিল কেবল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেটের হারে আটে নেমে গেছে পাকিস্তান।

টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমানে শীর্ষ দুইয়ে আছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারতের ঝুলিতে আছে ৬৮ দশমিক ৫২ শতাংশ পয়েন্ট। দুইয়ে থাকা অস্ট্রেলিয়া অর্জন করেছে ৬২ দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।

এ ছাড়া তিন ও চারে আছে যথাক্রমে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। অন্যদিকে, বাংলাদেশের সমান ৫ ম্যাচে দুই জয় নিয়েও হেড টু হেডে এগিয়ে থাকায় শান্তদের একধাপ ওপরে আছে শ্রীলঙ্কা। শীর্ষে থাকা দুই দলই ২০২৫ সালে মুখোমুখি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *