রাজনীতিতে ফিরবেন কিনা জানালেন সোহেল তাজ!

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, আমি বারবার স্পষ্টভাবে বলেছি, আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই। দেশের বর্তমান পচা, নোংরা ও নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নিজের নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে, বুধবার রাতে ফেসবুকে এক পোস্টে সোহেল তাজ অভিযোগ করেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে অনুসরণ এবং পথরোধ করেছেন। পোস্টের সঙ্গে সেই সন্দেহভাজন ব্যক্তির ছবিও প্রকাশ করেন সোহেল তাজ। সেই পোস্টে ‘হয়রানির শিকার’ হওয়ার অভিযোগ করে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ বিষয়েই বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন সোহেল তাজ। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, কোনো রাজনৈতিক দলের ওপরই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক না। সেটা যে দলেরই হোক। অনেক নিরীহ নেতাকর্মী আছে। তাদের ওপর অত্যাচার ও নিপীড়ন করার নিন্দা জানাচ্ছি।

সোহেল তাজ আরো বলেন, আওয়ামী লীগসহ অন্য দলগুলোকে বলতে চাই, ভবিষ্যতে এগিয়ে যেতে হলে আত্ম-সমালোচনা ও আত্মোপলব্ধি করাটা খুব প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *