পাপনের সময়ের যে ৮ পরিচালক থাকছেন নতুন কমিটিতেও!

বিসিবির পালাবদলের দিক থেকে এটা ছিল অনেক গুরুত্বপূর্ণ এক সভা। যেখানে নাজমুল হাসান পাপন সভাপতির পদ থেকে পদত্যাগের মাধ্যমে শেষ হলো তার এক যুগের কর্তৃত্ব। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফারুক আহমেদ। পাপনের সময়ের বেশ কিছু পরিচালক জায়গা পেয়েছেন ফারুক আহমেদের বোর্ডেও।

আজ ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় যোগ দেন বিসিবির আট প‌রিচালক- মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, কাজী ইনাম আহমেদ, সাইফুল আলম স্বপন, ইফতেখার রহমান মিঠু, সালাউদ্দিন চৌধুরী ও ফাহিম সিনহা।

তা‌দের স‌ঙ্গে যুক্ত হন জাতীয় ক্রীড়া প‌রিষদ ম‌নোনীত নতুন দ‌ুই প‌রিচালক ফারুক আহ‌মেদ ও নাজমুল আ‌বেদীন ফা‌হিম। সভায় ছি‌লেন না নাইমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেলসহ ১৩ প‌রিচালক।

এসব কর্তা পরের দুটি সভায় না থাক‌লে তাদের পরিচালক পদ বা‌তিল হ‌বে। এদিন সভার শুরু‌তেই গৃহীত হয় নাজমুল হাসা‌নের পদত‌্যাগ। এরপর প‌রিচালক‌দের সম্ম‌তিতে নতুন সভাপ‌তি নি‌র্বা‌চিত হন সা‌বেক অ‌ধিনায়ক ফারুক আহ‌মেদ।

জালাল ইউনুস আগেই পদত্যাগ করেন। বুধবার বোর্ড সভায় নাজমুল হাসান ছাড়া আর কেউ এখনও পদত‌্যাগ ক‌রেন‌নি। ফলে সভায় উপস্থিত থাকা ৮জনের প্রত্যেকেই বিসিবির নতুন বোর্ড কমিটিতে থাকছেন, এটা নিশ্চিত।

আই‌সি‌সি ও বি‌সিবি গঠনতন্ত্র মে‌নেই বিসি‌বি পুনগর্ঠন প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। সভাপ‌তি ফারুক আহ‌মেদ এবং পরিচালক নাজমুল আ‌বেদীনই এখন গুরুত্বপূর্ণ ভূ‌মিকা র‌াখ‌বেন। খা‌লেদ মাসুদ পাইলটসহ বেশ ক‌য়েকজন যুক্ত হ‌তে পা‌রেন বোর্ড প‌রিচালনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *