সাকিবের জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে যা বললেন নতুন বিসিবি বস ফারুক আহমেদ!

সাকিব আল হাসান তিন ফরম্যাটেই বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এছাড়া তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিগত জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে তিনি আর সংসদ সদস্য নন। কারণ সরকারের পতনের কারণে তাকে পদ হারাতে হয়েছে।

দেশের এমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই প্রশ্ন উঠেছে সাকিবের ক্রিকেট ভবিষ্যত নিয়ে। তবে বর্তমানে রাজনীতি সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে প্রভাব ফেলছে না। পাকিস্তান সিরিজে খেলছেন তিনি। তারপরও প্রশ্ন জাগে জাতীয় দলে খেলে রাজনীতিতে জড়িয়ে পড়া কতটা সঙ্গত?

এ ব্যাপারে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা অন্যান্য পেশায় যোগ দিতে পারবেন কি না তা নিয়ে আলোচনা করবে বোর্ড। নব নির্বাচিত সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘সাকিবের ব্যাপারে পলিসি কী হওয়া উচিত, তা নিয়ে বোর্ডের সঙ্গে আলাপ করব। সাকিব এখন যে অবস্থায় আছে, সেই অবস্থা সে চালিয়ে যেতে পারবে কি না তা নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা করব। আমাদের এখন দুটি টেস্ট ম্যাচ আছে। তারপরে কী হবে, সেটা তখন বোর্ডের একটা পলিসির ব্যাপার হবে।’

‘এখন যদি বোর্ড থেকে বলে দেওয়া হতো যে তাকে (সাকিব) দলে নিবা না, তাহলে সেটা পলিসির ব্যাপার হতো। তখন সেই দায়টা বোর্ডের ওপর আসতো। সাকিব বাইরে ঘুরে ঘুরে খেলতে পারবে কি না সেটা একটা ব্যাপার। সেটা আমরা ভালোভাবে দেখবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *