১৩৭ বলে ০ রানঃ ক্রিকেটবিশ্বে নতুন নিয়মে বিশ্ব রেকর্ড গড়লেন ইংল্যান্ডের ওপেনার!

টেস্ট ক্রিকেটে ম্যাচ বাঁচাতে অনেক সময় ব্যাটারদের ধীরগতিতে ব্যাটিং করতে দেখা যায়। এমন পরিস্থিতিতেও কোনও না কোনওভাবে কিছু রান চলে আসে। তবে ইংল্যান্ডের ডিভিশন ক্রিকেটে এক ব্যাটার ওপেনিংয়ে নেমে ১৩৭ বলে খেলে শূন্য রানে অপরাজিত থেকে অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন।

No description available.ঘটনাটি ঘটেছে ইংল্যন্ডের ডার্বিশায়ার ক্রিকেট লিগের ডিভিশন নাইন সাউথের ম্যাচে। ক্রিকেটারের নাম ইয়ান বেস্টউইক। ৪৫ ওভার ব্যাটিং করে ১৩৭ বল খেলে একটি রানও করেননি।

ডার্বিশায়ার ক্রিকেট লিগে রয়েছে অদ্ভুত এক নিয়ম। একদিনের ক্রিকেটের সেই লিগে পরে ব্যাট করা দল চাইলে জয়ের চেষ্টা না করে ম্যাচ ড্র করতে পারে। আর সেটি করতে গিয়েই এক কাণ্ড করেছেন ইয়ান বেস্টউইক।

শুধু তিনি নয় পুরো দলই ৪৫ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে করেছে কেবল ২১ রান। ২৭২ রান তাড়া করতে নেমে ৮ রানে ৩ উইকেট খোয়ানোর পরই এমন ধীর গতির ব্যাটিং করতে থাকে ডার্লি অ্যাবির ব্যাটসম্যানরা। এর ফলে মিকলওভার ক্রিকেট ক্লাবের সঙ্গে ড্র করেছে দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *