পরিচালক হিসেবে বোর্ডে আসতে যাচ্ছেন তামিম, প্রশ্নের উত্তরে যা বললেন বিসিবি সভাপতি!

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার বোনাস পেয়েছে টাইগাররা। যার পরিমাণ ৩ কোটি ২০ লাখ টাকা। প্রতি ক্রিকেটার পেয়েছে ২০ লাখ টাকা করে। তবে এই অর্থের একটা অংশ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে সিরিজে পেসারদের ওপর বাড়তি আস্থা রাখছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

এসেছিলেন ক্রিকেটারদের হাতে উপহার তুলে দিতে, উল্টো তাদের কাছ থেকেই উপহার পেলেন ক্রীড়া উপদেষ্টা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের বীর সেনাদের অটোগ্রাফ দেয়া ব্যাট আসিফ মাহমুদের হাতে তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অর্জন। যাদের হাত ধরে এত বড় সাফল্য তাদের নিরাশ করেনি বিসিবি। দুই টেস্টের সঙ্গে সিরিজ জয়, সব মিলিয়ে বোনাসের পরিমাণ ৩ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ ১৬ ক্রিকেটারের প্রত্যেকে পেয়েছেন ২০ লাখ করে। কোচিং স্টাফের সদস্যরাও চুক্তি অনুযায়ী বোনাস পেয়েছেন। তবে ক্রিকেটাররা বোনাসের একটা অংশ অনুদান হিসেবে দিচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, এ সময়ে আমরা অনেকগুলো বিষয়ে স্ট্রাগল করছি। বন্যা গেল, তারপর এত ছাত্র-জনতা স্ট্রাগল করছে ২০ হাজারের মতো। তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে। এ জন্য অধিনায়ক বলেছেন, তারা (বোনাসের) একটা অংশ দেবেন।

ক্রিকেটারদের মত ক্রিকেট বোর্ডেরও বিশ্বাস ভারত সিরিজের আগে আর্থিক পুরস্কার বাড়তি প্রেরণা দিবে। টিম ইন্ডিয়া আরও শক্তিশালী, তবে নিজেদের শক্তির জায়গায় আস্থা রাখছেন সভাপতি ফারুক আহমেদ। আত্মবিশ্বাসের বড় জায়গাজুড়ে টাইগার পেস অ্যাটাক।

বিসিবি সভাপতির সঙ্গে তামিম ইকবালের রুদ্ধদ্বার আলোচনা প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি পরিচালক হিসেবে বোর্ডে আসতে যাচ্ছেন খান সাহেব?

ফারুক আহমেদ বলেন, তামিম আপাতত খেলোয়াড়, অবসর নিয়েছি নাকি ও।

এর আগে বৈঠকে হওয়া আলোচনা নিয়ে ফারুক বলেন, তামিম এসেছিল, আমি সভাপতি হওয়ার পর খেলোয়াড়দের সঙ্গে সেভাবে বসতে পারিনি। প্রথমত, ওরা এসেছিল আমার সঙ্গে দেখা করার জন্য। দ্বিতীয় হলো, যেহেতু কঠিন সময়, আমাদের লিগগুলো বিপিএল, এগুলো সময় মতো কীভাবে হবে, ওদের থেকে কিছু প্রস্তাব ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কীভাবে আমরা এগুলো ঠিকভাবে করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *